Important Link

FAQ ::

প্রশ্ন ও উত্তর :

১। অফিস প্রগ্রামে ভতির জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

উত্তর : কমপক্ষে এসএসসি বা সমমান থাকা দরকার।

২। গ্রাফিক্স প্রগ্রামে ভতির জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

উত্তর :কমপক্ষে এসএসসি বা সমমান থাকা দরকার।তবে এর সাথে অফিস প্রগ্রাম জানা থাকলে ভালো হয়।

৩। ওয়েব ডিজাইন কোসের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

উত্তর : কমপক্ষে এসএসসি বা সমমান থাকা দরকার।তবে এর সাথে অফিস প্রগ্রাম ও  গ্রাফিক্স প্রগ্রাম জানা থাকলে ভালো হয়।

৪। যে কোন প্রগ্রামে ভতির ক্ষেত্রে পেমেন্ট পদ্ধতি কি?

উত্তর:ক্লাসের ১ম দিন ন্যূনতম ৫০ ভাগ জমা দিতে হবে।এবং বাঁকি টাকা ৫০ ভাগ ক্লাস শেষে জমা দিতে হবে।

৫। ওয়েব ডিজাইন ও ডেভলপ্ড পদ্ধতি কি ?

উত্তর: যে কোন প্রতিষ্ঠানকে বিশ্বের সাথে পরিচয় করে দিতে ও তথ্য আদান প্রদানের সহজতর করার একটি পদ্ধতির নাম ওয়েব ডিজাইন।এবং নিজের চাহিদামত সজানোই হল পদ্ধতি।

৬। কি ধরনের ওয়েব ডিজাইন হয় এই সেন্টারে?

উত্তর: পিএইচপি প্রগ্রামিং, সিএমএইচ(জুমলা)ও স্ট্যাটিক ডিজাইন হয়।

৭। কোন প্রগ্রামের ফি কত ?

উত্তর:পিএইচপি প্রগ্রামিং এ ১০ টি লিংক পেজ, ইমেজ, ডমেইন ও হোস্টিংসহ ফি ৮০০০ টাকা।তবে লিংক পেজ বেশি হলে ও সাবলিংক থাকলে ও হোস্টিং স্পেস বেশি হলে ফি আলোচনার মাধ্যমে সম্পন্ন করতে হবে।

 সিএমএইচ(জুমলা)ও স্ট্যাটিক ডিজাইন ৭০০০ টাকা।তবে লিংক পেজ বেশি হলে ও হোস্টিং স্পেস বেশি হলে ফি আলোচনার মাধ্যমে সম্পন্ন করতে হবে।